• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

উখিয়ায় বনবিভাগের যৌথ অভিযানে গহীন বন থেকে ড্রেজার মেশিন উদ্ধার  


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩৯ এএম;
উখিয়ায় বনবিভাগের যৌথ অভিযানে গহীন বন থেকে ড্রেজার মেশিন উদ্ধার  
উখিয়ায় বনবিভাগের যৌথ অভিযানে গহীন বন থেকে ড্রেজার মেশিন উদ্ধার  

কক্সবাজার উখিয়া থাইংখালী তেলখোলা চাঁদের খোলার গহীন পাহাড়ে বনবিভাগ ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ ইমরান হোসেন সজিব,উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এবং উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ড্রেজার মেশিন  এবং দেশীয় বন্দুক সহ বিপুল পরিমানে অস্ত্র উদ্ধার করা হয়েছে।.

বৃহস্পতিবার বিকাল ৪টার সময় এই অভিযান পরিচালনা করা হয়।.

বনবিভাগ সূত্রে জানাযায় ,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব এর নেতৃত্বে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলম, থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, উয়ালা পালং  বিট কর্মকর্তা বজলুর রশিদ, দোছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র হাওলাদার,একদল বনকর্মী ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন তেলখোলা এলাকার ছাদেরখোলায় মৃত শেখ হাবিবুল্লাহ মেম্বারের ছেলে এলাকার চিহ্নিত অস্ত্রধারী ও ডজন মামলার পলাতক আসামী রাশেল এর আস্থানা থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি অবৈধ ভাবে বালি উত্তোলনের কাজে ব্যবহ্নত ৩ টি ড্রেজার মিশিন জব্দ করা হয়েছে। এবিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ  শফিউল আলম বলেন,.

উখিয়া উপজেলা প্রশাসন বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি অবৈধ অস্ত্র ধারালো দা কিরিচ বিপুল পরিমান সরঞ্জামাধি ও বালি উত্তোলনে ব্যবহ্নত ৩ টি অবৈধ ড্রেজার মিশিন জব্দ করতে সক্ষম হয়েছি।.

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, থ্যাংখালি তেলখোলা এলাকার ছাদেরখোলার গহিণ অরণ্যে একটি ঝুঁপড়ি ঘর থেকে পরিতাক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি অস্ত্র ও সরঞ্জামাধি গুলাবারুদ  উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি এবং মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।.

.

ডে-নাইট-নিউজ / আমানউল্লাহ আনোয়ার, কক্সবাজার প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ